করোনা প্রাদুর্ভাবে বৌদ্ধ সম্প্রদায়ের মহা সাংগ্রাই উৎসব বর্জন

fec-image

শত বছরের ধারাবাহিকতায় আবারও আসছে সাংগ্রাই। বৈশাখের উষ্ণ তাপে ফুটেছে নাগেশ্বর আর এরই সুবাসে আনন্দ দোলা দেয় পার্বত্যবাসীর মনে। কিন্তু করোনা ভাইরাস এর কারণে এই বছর হচ্ছে না এই সাংগ্রাই উৎসব।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় বান্দরবান জেলা পরিষদ হল প্রাঙ্গণে সাংগ্রাই উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উক্ত সংবাদ সম্মেলনে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, করোনাভাইরাসকে কেন্দ্র করে সকল রকম সামাজিক অনুষ্ঠান, পহেলা বৈশাখ ,পানি উৎসব বর্জন করা হয়েছে এছাড়াও তিনি সকলের নিরাপত্তার জন্য জনসমাগম থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি আরো জানান, করোনাভাইরাসের কারণে মিনি ম্যারাথন দৌড় , চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংগ্রাই র‌্যালি, বয়জৈষ্ট পুজা, বুদ্ধ স্থান, পিঠা তৈরি, পানি বর্ষণসহ আরো সকল কর্মসূচি বর্জন করে সকলের নিরাপত্তা বিধানের জন্য এই সংকটময় মুহূর্তে সতর্ক থাকার আহ্বান জানায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, বান্দরবান, সাংগ্রাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন