parbattanews

করোনা: বাইশারীতে অস্থায়ী বাজার কলেজ মাঠে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার করোনাভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার নিমিত্তে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির নির্দেশে গত ২১ এপ্রিল থেকে অস্থায়ীভাবে বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে স্থানান্তরিত করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সাপ্তাহিক হাট। সামাজিক দূরত্ব বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল সদা প্রস্তুত। বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা জানমাল এর নিরাপত্তার পাশাপাশি হাট বাজার দোকান পাট ও গ্রামগঞ্জের মানুষের কাছে গিয়ে করোনাভাইরাস থেকে রক্ষার তাগিদ দিয়ে যাচ্ছে।

পাশাপাশি স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার ২২ এপ্রিল অস্থায়ী বাজার পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু মংলা ওয়াই মার্মা।

তিনি অস্থায়ী বাজারের তরিতরকারি, কাচা মাছ, নিত্যপন্য সামগ্রীসহ বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীসহ বাজার করতে আসা লোকজনের করোনাভাইরাস সম্পর্কে কথা বলেন।

ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব ঠিক রাখা ও দ্রব্যমুল্য উর্ধ্বগতি রোধসহ ভোক্তা অধিকার মেনে চলার পরামর্শ দেন।

বাজার সভাপতি বলেন, সরকারি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উপজেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক বাজার স্থানান্তর ও সামাজিক দূরত্ব বজায় এবং যথানিয়মে বাজার শুরু এবং শেষ করার কথা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে।

সকাল ১০ টায় অস্থায়ী বাজার পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, বাইশারী তদন্ত কেন্দ্রের এ এস আই ওমর ফারুক, বাইশারী বাজার সভাপতি জাহাংহীর আলম বাহাদুর, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব এর ক্রীড়া ও পাঠাগার সম্পাদক আবদুর রশিদ, সহ সম্পাদক মো. শাহীন, নির্বাহী সদস্য মুফিজুর রহমান ।

বাইশারী তদন্ত কেন্দ্রর ইনচার্জ (পরিদর্শক) মো. লিয়াকত আলী বলেন, প্রতিনিয়ত লোকজনদের করোনাভাইরাস প্রতিরোধে সচেতন করা হচ্ছে। পাশাপাশি পুলিশ সদস্যরা বাজার ঘাটসহ প্রতিটি গ্রামে টহলের মাধ্যমে কাজ অব্যাহত রেখেছেন।

Exit mobile version