parbattanews

করোনা: বান্দরবানে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০৬

বান্দরবানে করোনা সংক্রমনের ৭৮তম দিনে শুক্রবার (৩জুলাই) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০৬জনে।

নতুন করে জেলা সদরে ৭জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩জন। শুক্রবার (৩জুলাই) বান্দরবান সিভিল সার্জন অংসুই প্রু মারমা এই তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গত ২৪ঘন্টায় নতুন করে আরেও ১০জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে পুলিশ সদস্য, এনজিও কর্মী রয়েছে।

জেলা সদরে আক্রান্তরা হলো- বালাঘাটা এলাকার মামুনুর রশিদ, নিউগুলশান এলাকার হোসনে আরা বেগম, টাউন হল এলাকার ইউ সেনু মারমা, পুলিশ সদস্য এইচএম শাহেদ, মো. মানিক মিয়া, ইমরান হোসেন। এরমধ্যে ফলোআপ রোগী রয়েছে একজন।

অন্যদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় আক্রান্তরা হলো এনজিও সংস্থা ব্রাকের ম্যানেজার সুমন দাশ, এনজিও সংস্থা কারিতাসের কর্মী হ্লাপ্রাড ও বোছাই মং।

স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, এই পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ১জন। তবে ঘুমধুমে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নারীর তথ্য স্বাস্থ্যবিভাগের নিয়মিত প্রকাশিত আপডেটে উল্লেখ করা হয়নি।

জেলায় এই পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৩হাজার ১৬৬ জনের। এরমধ্যে ফলাফল দেওয়া হয়েছে ২ হাজার ৭৯৭জনের।

উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা বান্দরবান সদরে ২৬৩, রোয়াংছড়িতে ১৬, রুমায় ১১, থানচি ১২, লামা ৪৬, আলীকদম – ১৯ এবং নাইক্ষ্যংছড়িতে ৩৯ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১১১জন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২জুলাই) বান্দরবান ও রোয়াংছড়িতে ১১জন করোনা আক্রান্ত হন।

Exit mobile version