parbattanews

করোনা ভাইরাস নমুনা সংগ্রহে পানছড়ির সলিটের ত্রিপল সেঞ্চুরি

করোনাার নমুনা সংগ্রহে পানছড়ির সলিট

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) সলিট চাকমা নমুনা সংগ্রহ ত্রিপল সেঞ্চুরি পূর্ণ করেছে। এম.টি.ই.পি.আই ললেদ্র ত্রিপুরা ও অফিস সহায়ক সাধন চাকমা ছাড়াও তিনজন মেডিকেল টেকনোলজিস্ট তাকে সার্বিক সহায়তা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও পাশে থেকে নানাভাবে সাহস দেওয়ার ফলেই এটা সম্ভব হয়েছে বলে সলিট চাকমা জানায়। এমন উদার মনের কর্মকর্তার সাথে কাজ করার মজা আলাদা বলেও জানালেন।

সর্বশেষ টিএনটি এলাকার নমুনা সংগ্রহের মধ্যে দিয়েই পূর্ণ হয়েছে তার ত্রিপল সেঞ্চুরি। এ যাবত তার সংগ্রহ ৩১০টি।

সে জানায়, করোনাকালীন সময়ে কোনো ছুটি না নিয়ে দেশকে নিরাপদ রাখতে পেশাদারিত্বের সহিত জীবনের মায়া ত্যাগ করে নমুনা সংগ্রহের কাজ করে চলছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান সে খুব সাহসী। নমুনা সংগ্রহের কথা বললেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে আগ্রহ নিয়ে ছুটে চলে। এ ধরনের লোক থাকলে যেকোনো প্রতিষ্ঠান দ্রুত এগিয়ে যাবে।

Exit mobile version