parbattanews

করোনা সর্তকতা : সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ

করোনাভাইরাসের ঝুঁকি প্রতিরোধ বিবেচনায় সতর্কতা হিসেবে সেন্টমার্টিনগামী সকল পর্যটকবাহী জাহাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

বর্তমানে সেন্টমার্টিনে অবস্থানরত সকল পর্যটককে আজকের মধ্যে সেন্টমার্টন ত্যাগ করার নির্দেশ দিয়ে কাজ শুরু করছে উপজেলা প্রশাসন। নতুন পর্যটক আগমনে নিরুৎসাহিত করেও মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমন ঝুঁকি এড়াতে সৈকত এলাকাসহ যেকোন জনসমাগম এলাকা পরিহার, শিক্ষার্থীদের নিরাপদে ঘরে অবস্থান, টেকনাফ সফরের পরিকল্পনা থাকলে তা পুনর্বিন্যাস করে ঝুঁকিমুক্ত সময় নির্ধারণ করাসহ বেশ কিছু সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে সকলকে স্বাস্থ্য সতর্কতা মেনে চলা, নিজে নিরাপদ থেকে অপরকে নিরাপদ থাকতে সহায়তা করা এবং সর্বোপোরী উপরোক্ত সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। এর ব্যত্যয়ে ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন তিনি।

Exit mobile version