parbattanews

কর্ণফুলী নদীতে ধরা পড়লো বিরল প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস

কাপ্তাই কর্ণফুলী নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস।

রবিবার (২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে কাপ্তাইয়ের শিলছড়ি সীতাঘাট এলাকায় জেলে মো. রহমত আলীর জালে বিরল প্রজাতির এ রাক্ষুসে মাছটি ধরা পড়ে। তিনি মাছটিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়ে যান। ইউএনও মুনতাসির জাহান, মাছটিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়। পরবর্তীতে মাছটিকে মেরে ফেলা হয়।

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, সাকার মাছ দেশীয় প্রজাতির জন্য হুমকি, এতে কোনো সন্দেহ নেই। যে জলাশয় কিংবা নদীতে সাকার মাছ থাকবে, সেগুলো সেখানকার দেশীয় প্রজাতির মাছের খাবার খেয়ে ফেলে। এই মাছের কাটা বেশী, মাংস কম, তাই মানুষ এটাকে খায় না। তবে এরা অন্য মাছকে খেয়ে ফেলে।

Exit mobile version