parbattanews

কর্ণফুলী নদীতে ফুল ভাসানো উদ্বোধন করল মহিলা সাংসদ জ্বরতী তনচংগ্যা

রাঙ্গামাটির কাপ্তাইয়ের তনচংগ্যা সম্প্রদায়ের নর-নারীরা কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে বিষু উৎসব পালন করেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে তনচংগ্যা সম্প্রদায়ের লোকজন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নদীতে ফুল ভাসিয়ে দিনটির শুভ সূচনা করে।

পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা সাংসদ জ্বরতী তনচংগ্যা ফুল ভাসানো উৎসবের উদ্বোধন করেন।

এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম নির্মল চন্দ্র তনচংগ্যা, অবসরপ্রাপ্ত ব্যাংকার অমল বিকাশ তনচংগ্যা, সামাজিক ব্যক্তিত্ব লাকি তঞ্চঙ্গ্যা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিষু উৎসবের তিন দিনের মধ্যে ফুল বিষু প্রথম দিন। ফুল বিষু শুরু হয় বসন্তের শেষ দিকে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখ অর্থাৎ বছর শেষ হওয়ার একদিন আগে। এইদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আনন্দের সহিত হরেক রকমের ফুল তোলা হয়। উল্লেখ্য, ওই সময় বাড়ির আঙ্গিনায় ফোঁটা ফুল সবার জন্য উন্মুক্ত থাকে।

Exit mobile version