parbattanews

কলব ঠিক না থাকলে কোন ইবাদত কবুল হবেনা-গারাংগিয়া পীর

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ে শিল্প এলাকাবাসীর আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও  আজিমুশ্শান ত্বরিকত সম্মেলন যিকির ও দোয়া মাহফিল সহকারী মহা-ব্যবস্থাপক বিএফ আইডিসি  প্রকৌশলী মোস্তাক আহমদের সভাপতিত্বে রোববার (১৭ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়। আজিমুশ্শান ত্বরিকত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া গারাংগিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্জাদা মাহমুদুল হক মজিদী(ম.জ.আ.)।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন চটগ্রাম লোহাগাড়া চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত আলহাজ্ব মাওলানা হাফেজ শাহ আলম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে তশরিফ করেন চটগ্রাম বন্দর হানিফ সওদাগার মসজিদ খতিব মাওলানা হাফেজ শরীফ মো. শাহজালাল, শাহা মজিদিয়া ইসলামী চন্দ্রঘোনা কমপ্লেক্স পরিচালক মাওলানা মুহাম্মদ গোলাম মোস্তফা, বিএফআই ডিসি মসজিদের খতিব মুহাম্মদ নুরল আলম চৌধুরী ও মুফতি হাবিব উল্লাহ সহ প্রমুখ।

প্রধান অতিথি গারাংগিয়া দরবার শরীফ পীর সাহেব বলেন, কলব ঠিক না থাকলে কোন ইবাদত কোন কাজ  আল্লাহ দরবারে কবুল হবেনা। কলব ঠিক রেখে ঈমানি দায়িত্ব পালন করতে হবে এবং সঠিক পথে আসার জন্য বায়াত গ্রহণ ছাড়া কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন।

Exit mobile version