parbattanews

কাউখালিতে এক বাঙ্গালীকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাঙ্গালী ছাত্র পরিষদ

প্রেস বিজ্ঞপ্তি : রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় উপজাতীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে ফজল হক (৬০) কে নির্মমভাবে  হত্যা করেছে। ৮ অক্টোবর শনিবার বিকেলে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পাবর্ত্য বাঙালি ছাত্রপরিষদ রাঙামাটি জেলা সভাপতি, মো. আলমগীর হোসেন, এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি আরো বলেন, পাবর্ত্যাঞ্চলে উপজাতি সন্তাসীরা প্রতিনিয়ত নিরিহ বাঙালিদের হত্যা, গুম, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার একটিরও সুষ্ঠ বিচার না হওয়ার কারণে অপরাধ দিনদিন বেড়ে যাচ্ছে, বিশেষ করে পাবর্ত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন -২০১৬ জাতীয় সংসদে পাশ হওয়ার পর অপরাধের মাত্রা আরো বেড়ে গেছে।

তারই ধারাবাহিতায় কাউখালী উপজেলার বেতবুনিয়াতে এক বাঙ্গালীকে নির্মমভাবে হত্যা করেছে উপজাতীয় সন্ত্রাসীরা। পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। অন্যথায় পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদের পক্ষ থেকে দুর্বার আন্দোলনের মাধ্যমে সকল অপকর্মের সমুচিত জবাব দেয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Exit mobile version