parbattanews

কাউখালীতে অবৈধভাবে পাচারের সময় ৩শ ঘনফুট সেগুন কাঠ জব্দ

ত্রিপল দিয়ে ঢেকে অভিনব কৌশলে অবৈধভাবে সেগুন কাঠ বোঝাই ট্রাক কাউখালীর রাবার বাগান চেক পোস্ট অতিক্রম করার সময় তল্লাশি চালিয়ে তিন শতাধিক ঘনফুট কাঠ আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সোমবার (১ আগস্ট) বিকাল ৩টায় ফরেনার চেক পোস্টে এসব কাঠ জব্দ করা হয়।

খাসখালী রেঞ্জ অফিসার বিপুলেশ্বর দেবনাথ জানান, আমাদের কাছে তথ্য ছিলো ত্রিপল দিয়ে ঢেকে অভিনব কৌশলে অবৈধ সেগুন কাঠ বোঝাই একটি ট্রাক বরাবর বাগান ফরেনার চেক পোস্ট অতিক্রম করবে। এমন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ও পুলিশ ট্রাকটি তল্লাশি চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

পরে ট্রাকের ত্রিপল খুলে ৪৫৫ টুকরো (প্রায় তিন শতাধিক ঘনফুট) অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিতে পাচারকারীরা প্রতিটি কাঠে পারমিটের কাঠের মতো চিহ্ন এঁকে দেয়।

পরে ট্রাক ও আটককৃত কাঠ কাউখালী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত কাঠের বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে বন আইনের ৪১ ধারায় আসামি বিহীন মামলার প্রক্রিয়া চলছে।

Exit mobile version