parbattanews

কাউখালীতে আ’লীগ প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন

কাউখালী প্রতিনিধি:

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অর্জুনমনি চাকমা (আনারস) এর ভোট বর্জন ও ভিত্তিহীন মিথ্যা অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শামছুদ্দোহা চৌধুরী (নৌকা)।

সোমবার (১৮ মার্চ) বিকাল ৩টায় কাউখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার ও দলীয় নেতা কর্মীরা।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ অস্বীকার করে তার প্রতি পাল্টা অভিযোগ ছুড়ে দিয়ে বলেন, উপজেলার অন্তত ৭টি কেন্দ্রে ক্যাডার বাহিনী দিয়ে বল প্রয়োগ করে ভোট কেড়ে নেয়ার চেষ্টা করা হয়েছে।

এছাড়াও ৩টি কেন্দ্র ফটিকছড়ির বার্মাছড়ি, পানছড়ি ও নাভাঙ্গা কেন্দ্রে আওয়ামী লীগের কোন এজেন্ট পর্যন্ত বসতে দেয়নি।

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার অভিযোগ করেন, ঘাগড়া ইউনিয়নের টেক্সটাইল, ঘাগড়া উচ্চ বিদ্যালয়, নিম্ন কচুখালী, ঘিলাছড়িসহ জেএসএস নিয়ন্ত্রিত অনেক কেন্দ্রে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে আমাদের প্রার্থীর বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে তারা।

তিনি জানান, এত কিছুর পরও পরাজয় নিশ্চিত জেনে ভোট বর্জনের ঘোষণা দেয় স্বতন্ত্র প্রার্থী

পরিশেষে তিনি স্বতন্ত্র প্রার্থীর মিথ্যা অভিযোগের নিন্দা জানান।

Exit mobile version