parbattanews

কাউখালীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে নিহত-১

কাউখালী প্রতিনিধি:

একাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের শুরুতেই রাঙামাটির কাউখালীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত বাছির উদ্দিন(৩০) ঘাগড়া ইউনিয়নের যুবলীগ সেক্রেটারি বলে জানা গেছে।

রবিবার(৩০ ডিসেম্বর) ভোর ৬টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- আলমগীর (৩২), মণির হোসেন (৩১), শহিদুল ইসলাম (৪৫), হানিফ (২২), নাছির উদ্দীন (৩২), বেলাল হোসেন (২৮), মাকসুদ আলম (৩৪), সাজ্জাদ (৩০), আব্দুল মোতালেব (৫০) শাহেদা আক্তার (৪০), মামুন (১৮), মো. শাহীন (২৫) এবং ওমর ফারুক (৩১)

জানা গেছে, কাউখালী থেকে ২ কিলো দূরে কাশখালী কেন্দ্রে ভোর ৬টায় ভোট কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ আ’লীগ ও বিএনপি ২ পক্ষেরই আনুমানিক ৩০ জন আহত হয়।

এসময় ঘাগড়া ইউনিয়নের যুবলীগ সেক্রেটারি বাছির উদ্দিন(৩০)’কে  গুরুতর অবস্থায় কাউখালী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কাউখালীসহ আশে পাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Exit mobile version