parbattanews

কাউখালীতে আ.লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১ পুলিশ সদস্যসহ আহত ৩: পুলিশী নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ চলছে

সংঘর্ষ_3956_6535

আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙামাটির কাউখালীতে আওয়ামীলীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছে। স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২৫ অক্টোবরের ডেট লাইন উপলক্ষে কাউখালী উপজেলা সদরে বিএনপিসহ আঠারো দলীয় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে স্থানীয় একটি ফার্নিচারের দোকান থেকে মিছিলে একটি ঢিল ছুড়লে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এরপর উভয় পক্ষকে নিভৃত করতে পুলিশ মাঠে নামলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এসময় স্থানীয় এক পুলিশসদস্যসহ তিনজন আহত হয়। আহতদের মধ্যে আওয়ামীলীগ সমর্থক একজন ও অপরজন বিএনপি সমর্থক বলে জানাগেছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ শ্যামল কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে আমাদের একজন পুলিশ সদস্য আহত হয়েছে। বেলা পৌনে একটায় তিনি জানান, আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে, ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা মাঠ দখলে নিয়ে সমাবেশ করেছে।

Exit mobile version