parbattanews

কাউখালীতে বন্য হাতির আক্রমনে নারীর মৃত্যু

রাঙামাটির কাউখালীতে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার দূর্গম শামুকছড়ির মাটিছড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দলচ্যুত একটি বন্য হাতি দূর্গম শামুকছড়ি মাটিছড়ায় ঢুকে পড়ে।

এসময় পাহাড়ের জুম ও মৌসুমী ফসলসহ বাড়ি ঘরের উপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। একপর্যায়ে ওই গ্রামের পাইঅং মারমার বাড়ীতে আক্রমন চালালে ছোট তিন সন্তানসহ তারা ঘর ছেড়ে জঙ্গলে আশ্রয় নেয়। কিন্তু ক্ষুধার্থ হাঁতি জঙ্গলে তাড়া করে পাইঅং মারমার স্ত্রী মেসি মারমা (৪৭) পদপিষ্ট করে হত্যা করে।

পরে এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে বন্য হাতিকে তাড়িয়ে রাত ন’টায় দূর্গম জঙ্গল থেকে ওই মহিলার লাশ উদ্ধারের চেষ্টা চালায়ি ব্যর্থ হয়।

প্রতি বছরই খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। খবর পেয়ে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও হাঁতির ভয়ে লাশ উদ্ধার না করেই ফেরৎ আসে। তবে সকালে লাশ উদ্ধার করা হবে বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি মো. শহিদ উল্লাহ পিপিএম।

Exit mobile version