parbattanews

কাউখালীতে বিএনপি জোট মনোনীত প্রার্থী মনিস্বপন দেওয়ানের গণসংযোগ

কাউখালী প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে কাউখালী উপজেলা বিএনপি।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার(১২ডিসেম্বর) উপজেলার ৩ ইউনিয়নের ১৫টি স্থানে গণসংযোগ ও পথসভা করেছে দলটি।

এতে বক্তব্য রাখেন বিএনপি জোট মনোনীত প্রার্থী মনিস্বপন দেওয়ান। এসময় তার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন জেলা বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতারা।

দিনব্যাপী কাউখালীতে গণসংযোগের অংশ হিসেবে মনিস্বপন দেওয়ান উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৪টি, কলমপতি ইউনিয়নের ৫টি, ঘাগড়া ইউনিয়নের ৭টি স্থানে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।

কাউখালী বাজারে অনুষ্ঠিত পথসভায় সাধারণ ভোটারদের উদ্দেশ্যে মনিস্বপন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লড়াই, সাধারণ মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার লড়াই।

তিনি বলেন, নির্বাচন কমিশন কথা দিয়ে তা রাখতে পারছেন না। তফশীল ঘোষণার পর কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর কথা বললেও বিভিন্ন স্থানে জোটের নেতা কর্মীদের উপর সরকারিদল জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এমনকি কাউখালীর দলীয় কার্যালয়ে সরকারি দল তালা দেয়ার ঘটনাও ঘটিয়েছে।

তিনি ভয়ভীতির উর্ধ্বে থেকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করার মধ্যমে সকল নিপীড়ন, অন্যায় অত্যাচারের জবাব দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ আলম, জেলা জামায়াতের আমীর মো. আব্দুল আলীম, পৌর শাখার আমীর মো. আবুল মনছুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলে সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা বিএনপি নেতা উষাহলা রোয়াজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ মনছুর, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোতালেব, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মহিউদ্দিন, ছাত্রদল সভাপতি মো. মোমিনুল হক, যুবদল সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।

Exit mobile version