কাউখালীতে বিভিন্ন সংগঠনের ত্রাণ সামগ্রী বিতরণ

fec-image

মহামারি করোনাভাইরাস মোকাবেলায় অঘোষিত লকডাউনের কবলে পুরো দেশ। এই লকডাউনে অসহায় ৪০পরিবারের মাঝে ত্রাণ  সামগ্রী বিতরণ করেন কাউখালীর বেতছড়ি যুব কল্যাণ পরিষদের সদস্যসহ ভিবিন্ন সংগঠগুলো।

শুক্রবার(৩ এপ্রিল) বিকেলে কাউখালী উপজেলার ঘাগড়া ভিত্তিক সামাজিক সংগঠন ৪০পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

নিজেরা তালিকা তৈরী করে এসব ত্রাণ সামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। অর্থনৈতিকভাবে অসচ্ছল এ এলাকার যুবকদের নিজস্ব ফান্ডে বিতরণ করা ত্রাণ সামগ্রী হাতে পেয়ে সন্তুষ্ট এলাকার অসহায় মানুষগুলো।

ত্রাণ সামাগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খন্দকার, উপদেষ্টা মো. শহিদুল ইসলাম, খোরশেদুল আলম সওদাগর, সহসভাপতি মো. সুমন।

অপরদিকে বেসরকারি সংগঠন ইফসার অর্থায়নে নিরাপদ সড়ক চাই কাউখালী শাখার পক্ষ থেকেও এলাকার অসহায় ৪৮ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন কাউখালী থানার ওসি মো. শহিদ উল্লাহ পিপিএম। বিআরডিবির চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, সংগঠনের সদস্য সচিব মোঃ মনির হোসেন, আহবায়ক মো. আফসার হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, কাউখালী, লকডাউন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন