parbattanews

কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র চাঁদা কালেক্টর আটক

কাউখালী প্রতিনিধি:

কাউখালীর হারাঙ্গীমুখ পাড়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তরুন বিকাশ চাকমা(২৮) নামে এক ইউপিডিএফ’র চাঁদা কালেক্টরক কে আটক করেছে।

রবিবার (৭ এপ্রিল) ভোররাতে তাকে আটক করা হয়।

এসময় তার সঙ্গে থাকা অপর সশস্ত্র গ্রুপটি পালিয়ে যেতে সক্ষম হয়। রবিবার ভোর চারটায় ঐ এলাকায় এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

পুলিশ জানায়, হারাঙ্গীমুখ এলাকায় ইউপিডিএফ’র সশস্ত্র একটি গ্রুপ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ভোর চারটায় যৌথবাহিনী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হারাঙ্গীমুখ পাড়ার বিচ্চু চাকমার বাড়ীতে অভিযান চালায়। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গ্রুপটি পালিয়ে গেলেও কাউখালী সদর ও আশপাশে চাঁদা আদায়ের দায়িত্বে থাকা কালেক্টর বেতবুনিয়া সোনাইছড়ির কালাবো চাকমার ছেলে তরুর বিকাশ চাকমা (দলীয় নাম আপন বিকাশ) কে আটক করে।

এসময় তার কাছ থেকে নগদ ৬ হাজার টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।

পালিয়ে যাওয়া সশস্ত্র গ্রুপে ছিলো অভি মারমা, শুক্র চাকমা ও অর্পন চাকমা।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃত তরুন ২০১৫ সালে ইউপিডিএফ এ যোগ দেয়। গত এক বছর ধরে ১০ হাজার টাকা বেতনে কাউখালী সদর ও আশপাশের এলাকার চাঁদা কালেক্টর হিসেবে যোগ দেয়। আদায়কৃত চাঁদার টাকা দিয়ে সশস্ত্র গ্রুপের কাছে রসিদ সরবরাহের দায়িত্ব ছিলো।

ওসি মনজুরুল হক জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। মামলার প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Exit mobile version