কাউখালীতে যৌথ অভিযানে ৬৫০ লিটার চোলাই মদসহ আটক ১

fec-image

রাঙামাটির কাউখালীতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ৬৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ১জনকে আটক করেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে রাবার বাগান চেক পোস্টে যৌথ অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল অপর মাদক পাচারকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে কাউখালী থানায় দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

আটককৃত গাড়ীর ড্রাইভারের নাম অনুপ দত্ত (৩১)। সে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার চাতরী কেয়াগড় এলাকার গুকুল দত্তের ছেলে। পুলিশের অভিযান টের পেয়ে তার সাথে থাকা অপর দুই মাদক পাচারকারী পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ওসি মোঃ এনামুল হক চৌধুরী নেতৃত্বে পুলিশের একটি দল কাউখালীর বেতবুনিয়া চেক পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পূর্বের তথ্য অনুযায়ী চেক পোস্টে দায়িত্বে থাকা এসআই (নিঃ) ভবতোষ সেনাবাহিনীর সহযোগিতায় অপর একটি গাড়ী দিয়ে বিশেষ ব্যবস্থায় রাস্তায় ব্যারিকেড তৈরী করে সন্দেহভাজন পিকআপ ভ্যান, বগুড়া-ন-১১-০৮৯৬ নাম্বারের গাড়ীটি তল্লাশি চালায়। এসময় ত্রিপল মোড়ানো গাড়ীটিতে বিশেষভাবে বস্তায় মোড়ানো ২৬ বস্তা (৬৫০) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করতে সক্ষম হয়।

কাউখালী থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, রাঙামাটি পুলিশ সুপারের নির্দেশে দীর্ঘদিন যাবৎ কাউখালীতে মাদক বিরোধী অভিযান চলছে। দীর্ঘ সময় অভিযান পরিচালনা করলেও এসব চিহ্নিত মাদক চোরাকারবারীদের ধরতে পারছিলাম না। অবশেষে গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদককের বড় চালান আটক করতে সক্ষম হয়েছি। ওসি জানান, মাদককে শূন্যের কোঠায় আনতে এ অভিযান।

গোদারপাড়া ফরেনার্স চেক পোস্টের দায়িত্বে থাকা এসআই (নিঃ) ভবতোষ জানান, সোর্সের মাধ্যমে খবর আসে কাপ্তাই কুকিছড়া ছড়া থেকে ত্রিপল মোড়ানো একটি পিকআপ বিপুল পরিমাণ দেশীয় তৈরী মদ নিয়ে ঘাগাড়া বাজার হয়ে চট্টগ্রামের দিকে আসছে। দ্রুত গতিতে আসতে গিয়ে গাড়ীটি ধাক্কায় পথিমধ্যে একটি সিএনজি অটোরিকশাকেও দুর্ঘটনার কবলে পড়ে। পিকআপ ভ্যানটি আটক করতে রাস্তায় অপর একটি গাড়ী দিয়ে ব্যারিকেড তৈরী করে একজনকে ড্রাইভারকে আটক করতে সক্ষম হলেও সাথে থাকা অপর দুজন পালিয়ে যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাউখালী, মদ, যৌথ অভিযান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন