parbattanews

‘কাউখালীর তৌহিদী জনতা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ যেতে প্রস্তুত’

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা, হত্যাযজ্ঞের প্রতিবাদে ও আল আকসা মসজিদ রক্ষা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাউখালীর সর্বস্তরের তৌহিদী জনতা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে মিলিত হয়।

এসময় গোটা উপজেলা ইসরাইল বিরোধী স্লোগানে কেঁপে ওঠে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ইসরাইল বিরোধী বিক্ষোভে অংশ নেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ যেতেও প্রস্তুত আছেন বলে ঘোষণা দেন।

কওমী ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মসজিদের খতীব হাফেজ মাওলানা মনজুরুল হক জিহাদী।

রাঙ্গীপাড়া মাদরাসার মোহতামিম মাওলানা আনোয়ারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব, পোয়াপাড়া আল নূর জামে মসজিদের খতীব মজওলানা আবুল হায়াত মেয়াজী, ছিদ্দিক-ই আকবর দাখিল মাদরাসার সুপার আবদুর রাজ্জাক তালুকদার, তাহেরীয়া রশিদা সুন্নিয়া মাদরাসার সুপার মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী, গোদারপাড় জমিরিয়া মাদরাসার মোহতামিম গাজী মহিউদ্দিন, মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদরাসার মোহতামিম মাওলানা সানাউল্লাহ খান, ঘিলাছড়ি মাদরাসার মোহতামিম মাওলানা ইউছুফ,

সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের এই নির্যাতন অবশ্যই প্রতিহত করবে। প্রতিটি শান্তিকামী মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছে এবং থাকবে। বক্তারা ইসরায়েল সরকারসহ তাদের মদদদাতাদের হুশিয়ারি উচ্চারণ করে বলেন অনতিবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কঠোর মূল্য দিতে হবে। বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছে। একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই এ সমস্যার সমাধান বলে বক্তারা উল্লেখ করেন।

Exit mobile version