parbattanews

কাচালং নদী থেকে চোরাই কাঠ জব্দ করেছে লংগদুর নিরাপত্তাবাহিনী

unnamed copy

লংগদু প্রতিনিধি:

বাঘাইছড়ি উপজেলার মাহিল্যা মোজাম্মেল পাড়া এলাকার কাচালং নদী থেকে ৮৭ পিচ কাঠ আটক করেছে লংগদু জোনের নিরাপত্তাবাহিনী।

সেনা জোন সূত্র জানায়, শুক্রবার ভোর ৬টায় মাহিল্যা মোজাম্মেল পাড়া এলাকার কাচালং নদীতে কে বা কারা পাচারের উদ্দেশ্যে ৮৭পিচ যার পরিমান ছাপ্পান্ন ফুট সাইজ করা চম্মাফুল গাছের কাঠ ফেলে রাখে।

গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের আওতাধীন আমতলী সাব ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার আক্তার হোসেনের নেতৃত্বে একটি টহল ওই এলাকার নদীতে অভিযান চালিয়ে এ কাঠগুলি জব্দ করে।

পরে জব্দকৃত কাঠ আমতলী বনবিভাগের নিকট হস্থান্তর করা হয়েছে। কে বা কারা নদী পথে পাচারের উদ্দেশ্যে ওই কাঠগুলি পানিতে ফেলে রাখে। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠের মালিক গা ঢাকা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version