parbattanews

কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়ি উপজেলায় কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, এবং জে এস, সি পরিক্ষায় উত্তীর্ণ  শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার(২৪ জানুযারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাদিম সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লে. কর্নেল মাহবুবুল ইসলাম পদাতিক ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার।

বিশেষ অতিথি ছিলেন, মো. নুর মোহাম্মদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাঘাইছড়ি।  মো. জাফর আলী খাঁন, পৌর মেয়র বাঘাইছড়ি। মো. আলী হোসেন, সা. সম্পাদক উপজেলা আওয়ামী লীগ। মো. জাহাঙ্গীর আলম ওসি তদন্ত বাঘাইছড়ি থানা।  মো. নিজামুদ্দিন বাবু, পৌর বিএনপির সভাপতি, বাঘাইছড়ি। মো. জমির হোসেন সভাপতি পৌর আওয়ামী লীগ। কাচালং বালিকা উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা। তুলাবান উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক জ্ঞন রঞ্জান চাকমা। এছাড়াও ছিলেন স্কুলের সকল ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা অভিভাবক-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা ছাত্র/ছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশ প্রদান করেন। বক্তারা বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা দেশ গড়ার কারীগর, তোমাদের কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে। তাই তোমরা সকলেই এই উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। শিক্ষকরা সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ, তাদের সম্মান করতে হবে। সমাজে ভালো মানুষ হতে ভালো ছাত্র হতে হবে। ভালো মানুষ হতে হবে, তোমরা এমন শিক্ষা গ্রহণ করবে না, যে শিক্ষা কোনো কাজে আসে না।

Exit mobile version