parbattanews

কাঠবাহী ট্রাকে সন্ত্রাসীদের গুলি, দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে কাঠবাহী ট্রাকে সশস্ত্র সন্ত্রাসীদের গুলি বর্ষণের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি জেলা ট্রাক-মিনিট্রাক ও পৌর ট্রাক টার্মিনাল মালিক শ্রমিক যৌথ কমিটি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের ট্রাক টার্মিনাল সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সভা করে সংগঠনটি।

সমাবেশ থেকে দোষীদের গ্রেফতারে ৭ দিনের আলটিমেটাম দেয়া হয়েছে।

সমাবেশে ট্রাক ও মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আলহাজ সাব্বির আহাম্মদ ওসমানী, ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, রাঙামাটি জেলা মিনিট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক টিটু বিশ্বাসসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

আলহাজ সাব্বির আহাম্মদ ওসমানী বলেন, পার্বত্য অঞ্চলের অসহায় মানুষ পাহাড়ের পণ্য বহন করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু পাহাড়ের অবৈধ কিছু অস্ত্রধারী প্রতিনিয়ত ট্রাক, মিনিট্রাকসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা উত্তোলন করছে। সড়কে চালকদের হয়রানি করা হচ্ছে। সন্ত্রাসীদের কারণে পাহাড়ের প্রতিটি মানুষ আজ ক্ষতিগ্রস্ত।

জেলা ট্রাক, মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ, সড়কে চালকদের নিরাপত্তা, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করা নাহলে আগামী সাত দিন পর কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

মূল সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করার ফলে দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

Exit mobile version