কাঠবোঝাই ট্রাকে ত্রিশ হাজার ইয়াবা: আটক ৩

fec-image

কক্সবাজারের রামু বাইপাস এলাকায় ঢাকাগামী একটি কাঠবোঝাই ট্রাক তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে রামু থানা পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় এ অভিযান পরিচালনা করা হয়।

রামু থানা পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রামু বাইপাস এলাকায় টেকনাফ থেকে আসা একটি কাঠের ট্রাকে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ গাড়ির মালিক, ড্রাইভার ও এক রোহিঙ্গাকে আটক করা হয়।

আটককৃতরা হল-উখিয়া থাইংখালীর আলী আহাম্মদের ছেলে ট্রাকের মালিক মো: ইউছুপ (৩৫), একই এলাকার ট্রাক চালক হামিদুল হকের ছেলে খাইরুল বশর (৩০), বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৫ নং এ ব্লকের আলী হোছনের ছেলে মো: ইয়াছিন (৩২)। জব্দ করা হয়েছে কাঠবোঝাই ট্রাকটি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন-আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, ট্রাক, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন