parbattanews

কাতার বিশ্বকাপ : স্টেডিয়ামে মদ বিক্রির অনুমতি নেই

কাতার বিশ্বকাপের আয়োজকরা ফুটবল টুর্নামেন্টের জন্য ব্যবহৃত আটটি স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত সবধরনের বিয়ার বিক্রি নিষিদ্ধ করবে। বিষয়টি সংশ্লিষ্ট এক কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছে।

কাতারে খেলা শুরু হওয়ার মাত্র দুই দিন আগে এই সিদ্ধান্ত সম্পর্কে জানা যায়।

তবে সবমিলিয়ে ৬৪টি ম্যাচে স্টেডিয়ামে অ্যালকোহলমুক্ত বিয়ার পাওয়া যাবে বলে ওই কর্মকর্তা জানান।

আয়োজকরা সিদ্ধান্তের বিষয়টি এখনো প্রকাশ না করায় গণমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে তথ্যটি বলেছেন তিনি।

বুডওয়েজারের মূল কোম্পানি এবি ইনবেভ বিয়ার বিক্রির একচেটিয়া ক্ষমতার জন্য প্রতি বিশ্বকাপে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে। ১৯৮৬ সালের বিশ্বকাপে ফিফার সাথে কোম্পানিটির অংশীদারিত্ব শুরু হয়।

আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হওয়ার দৌড়ে এবং ২০১০ সালে চুক্তি স্বাক্ষরের সময় কাতার ফিফার সবধরনের বাণিজ্যিক অংশীদারদের প্রতি সম্মতি জানিয়েছে।

২০১৪ সালের বিশ্বকাপে আয়োজক দেশ ব্রাজিলকে স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির অনুমতির জন্য আইন পরিবর্তন করতে বাধ্য করা হয়।
সূত্র : ইউএনবি

Exit mobile version