parbattanews

কানাডার পর শ্রীলঙ্কায় সাকিব, মাঠে নামতে পারেন আজই

কানাডায় গ্লোবাল টি-২০ তে দলকে রেখে এসেছেন দারুণ ছন্দে। তবে সেখানে পুরো টুর্নামেন্ট খেলা হচ্ছে না বাংলাদেশের টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের। শ্রীলঙ্কায় চলমান লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিতে কানাডার টুর্নামেন্টকে বিদায় বলেছেন তিনি।

গ্লোবাল টি-টোয়েন্টির প্রথম আসরে ৪ ম্যাচ খেলে ২৫.৫০ গড়ে ১০২ রান করেছেন সাকিব আল হাসান। নজর কেড়েছে তার স্ট্রাইকরেটও। ১৫৪.৫৫ স্ট্রাইকরেটে এই রান করেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়। বল হাতেও হয়েছেন সফল, নিয়েছেন ৫ উইকেট। এবার পালা লঙ্কা মাতানোর। গল টাইটান্সের জার্সিতে সাকিবের জাদু দেখতে অপেক্ষায় দর্শক-সমর্থকরা।

অপেক্ষার পালা ফুরোতে পারে শিগগিরই। আজ সোমবার (৩১ জুলাই) মাঠে নামতে পারেন সাকিব। শ্রীলঙ্কান সাংবাদিক দানুস্কা অরবিন্দ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন সাকিবের খেলার সম্ভাবনার কথা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় ডাম্বুলা অরার বিপক্ষে মাঠে নামবে সাকইবের দল গল টাইটান্স।

সাকিবের দল গল টাইটান্সে আছেন আরেক টাইগার মোহাম্মদ মিঠুনও। তবে তিনি এই ম্যাচে দলে সুযোগ পাবেন কিনা তা জানা যায়নি। তারকাবহুল দলটিতে সাকিব ছাড়াও আছেন ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, তাব্রেইজ শামসি, লাহিরু কুমারাদের মতো তারকারা।

এদিকে আসরের উদ্বোধনী ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল আরেক বাংলাদেশি তাওহীদ হৃদয়ের জাফনা কিংস। সে ম্যাচে তাওহীদ হৃদয়ের ৩৯ বলে খেলা ৫৪ রানের ইনিংসে ভর করে ২১ রানে জয় পেয়েছে জাফনা। কলম্বোর স্কোয়াডে বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম থাকলেও গতকালের ম্যাচে একাদশে জায়গা পাননি তিনি।

Exit mobile version