parbattanews

কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা ফকিরাঘোনা এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. দুলাল (৪২) নামের এক সিএনজি চালকের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে। এতে লোকজন প্রাণে রক্ষা পেলেও বসতবাড়িতে থাকা নগদ টাকাসহ সকল আসবাবপত্র এবং ঘরের প্রয়োজনীয় মালামাল পুড়ে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয় বলে ভোক্তভুগীর পারিবারিক সূত্র জানায়।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুঁটে যাই। তবে আগুন লাগার পর প্রতিবেশিদের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরও ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

 

 

Exit mobile version