parbattanews

কাপ্তাইয়ে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রপাতি চুরি

ছবি: দুর্বৃত্তরা জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে।

মাত্র ৭ মাসের ব্যবধানে আবারো রাঙামাটির কাপ্তাই শীতার পাহাড়ে অবস্থিত জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রপাতি চুরি হয়েছে। যার ফলে হুমকির মুখে পড়েছে জাতীয় গ্রিডের টাওয়ার ও সঞ্চালন লাইন।

মঙ্গলবার (২৮নভেম্বর) চন্দ্রঘোনা-কাপ্তাই ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন টাওয়ারের যন্ত্রপাতি চুরি হওয়ার বিষয়ে কাপ্তাই থানায় একটি অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সীতারঘাট এলাকার দুর্গম পাহাড়ের ওপর জাতীয় গ্রিড লাইনের সুউচ্চ টাওয়ারের গুরুত্বপূর্ণ ২০টি টাওয়ার মেম্বার এঙ্গেল ও পিজি জয়েন্ট নাট বল্টু চুরির ঘটনা ঘটেছে। এতে যেকোন সময় টাওয়ার ধসে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন বন্ধসহ মারাত্মক দুর্ঘটনা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। চুরি হওয়া যন্ত্রপাতির বর্তমান বাজার মূল্য ৬ হাজার টাকা। তবে টাওয়ারটি দুর্ঘটনায় পতিত হলে আশপাশে থাকা লোকজনের প্রাণহানিসহ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ পত্রে জানাযায়।

এর আগে চলতি বছরের ৯ মে একই টাওয়ার থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কে বা কারা চুরি করে নিয়ে যায়।

কাপ্তাই থানায় চুরির বিষয় অভিযোগ করা হলেও এখনো কাউকে সনাক্ত করা বা আটক করা হয়নি বলে জানান সহকারী প্রকৌশলী।

এ বিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চুরির বিষয়ে কাপ্তাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবং ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Exit mobile version