parbattanews

কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডবে লণ্ডভণ্ড আনাসার ব্রাক ও অফির্সাস কোয়াটার

রাঙ্গামাটির কাপ্তাইয়ের বিউবো বক্স হাউজ এলাকায় বন্যহাতির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে আনসার ব্রাক ও অফির্সাস কোয়াটার।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টায় ৫-৬টি বন্যহাতি কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা বেষ্টনীর ভিতর প্রবেশ করে।

এসময় অফির্সাস কোয়াটার ওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করার পর পাশে থাকা নিরাপত্তা আনাসার ব্রাক, অফির্সাস কোয়াটারের দরজা, জানালা, আসবাবপত্র ও গাছপালা ভেঙ্গে লণ্ডভণ্ড করে। পাশে থাকা লোকজনের আত্মচিৎকারে লোকজন ছুটে আসে। এবং পাশা থাকা ফায়ার সার্ভিস ছুটে এসে সাইলেন্ট বাজিয়ে বন্যহাতি তাড়াতে সক্ষম হয়।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, প্রায় হাতি এসে তাণ্ড লিলা চালায়। আমরা ভয়ে থাকি। এবং প্রায় রাতে সাইলেন্ট বাজিয়ে এদেরকে তাড়ানো হয়।

কর্ণফুলী সদর রেঞ্জ অফিসার মো.মামুনুর রহমান হাতির তাণ্ডবের কথা স্বীকার করে। তিনি জানান, বনের মধ্যে খাদ্য না থাকায় হাতি লোকালয়ে এসে তাণ্ডব করছে। তবে হাতি দ্বারা ক্ষয়ক্ষতি হলে সরকারিভাবে পূরণ করা হবে। ঘটনাস্থলে শুক্রবার বিকাল ২টায় কাপ্তাই নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন ও কাপ্তাই সহকারী বনসংরক্ষক মো.মাসুম আলম পরিদর্শন করে।

Exit mobile version