parbattanews

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে বিষু উৎসব পালন করছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নর নারীরা

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নর নারীরা ঐতিহ্যবাহী পোষাকে সজ্জিত হয়ে ফুল ভাসিয়ে বিষু উৎসব পালন করছে।

বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজার বসবাসর তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নর-নারীরা দলবদ্ধ হয়ে কর্ণফুলী নদীতে ফুল ভাসালো। ফুল ভাসানো মাধ্যমে শুরু হয় তাদের বিষু উৎসবের সকল কর্মসূচী।

এ সময় সীমান্ত পরিবার কল্যান সংস্থা (সিপকস) কাপ্তাই উপ শাখার সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, সামাজিক ব্যক্তিত্ব লাকি তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি তঞ্চঙ্গ্যা ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক চিরনজীত তঞ্চঙ্গ্যা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ১ নং চন্দ্রঘোনা ইউপির সংরক্ষিত মহিলা সদস্য আথুই তঞ্চঙ্গ্যা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিষু উৎসবে ৩ দিনের মধ্যে ফুল বিষু প্রথম দিন পালন পালন করল।

Exit mobile version