parbattanews

কাপ্তাইয়ের দুর্গম পাংখোয়া পাড়ায় প্রথম কোন ইউএনও সরকারি কর্মকান্ডে অংশগ্রহণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউপির ৩ নং ওয়ার্ডের পাংখোয়া পাড়ায় প্রথম কোন সরকারি অফিসার পরিদর্শনে গেল। ইতিপূর্বে সরকারি কোন অফিসার ওই এলাকায় জায়নি বলে এলাকার লোকজন উল্লেখ করেন।

বুধবার(১৯জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আগমন করে। ওই এলাকার আগমন উপলক্ষে হেডম্যান, কার্বারী ও পাড়ার লোকজনের মধ্যে উৎসব মেতে উঠে পাংখোপাড়া। কাপ্তাই লেক পাড় হয়ে হরিনছড়া মুখ, হরিনছড়া পাড়া, দুছড়ি পাড়া, পাড় হয়ে উঁচু নীঁচু ৩ কিঃ মিঃ পাহাড়ি পথ। প্রায় দেড় হাজার ফুট ওপারে পার হয়ে অবশেষে দুর্গম পাংখোয়া পাড়া অবস্থান।

হরিনছড়া পাংখোয়া পাড়ায় খোলা চত্বরে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে কার্বারিদের নিয়ে বিবাহ রেজিষ্ট্রেশন ও জেন্ডার বিষয়ক উঠান বৈঠক এবং কাপ্তাই তথ্য কেন্দ্রের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

একই পাড়ায় দুইটি উঠান বৈঠকে এলাকার স্থানীয় মহিলা , জনপ্রতিনিধি, হেডম্যান ও কার্বারী সহ শতাধিক পাড়াবাসী স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেন। কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। স্বাগত বক্তব্য রাখেন আরোদৌ লিয়ানা পাংখো ও ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যা।

এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। উঠান বৈঠকে ইউএনও বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীর ক্ষমতায়ন নিয়ে যেই স্বপ্ন দেখেছিলেন তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। দুর্গম এলাকায় ডিজিটালের ছোঁয়া লেগেছে। সরকার পাহাড়ের দূর্গম এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীনদের জন্য গৃহ তৈরী করেছেন। এখন পাহাড়ের প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে গেছে। এবং সকলে সেই সেবা গ্রহণ করছে।

এসময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, উপজেলা ডেভেলপম্যান্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, ১১৯ নং ভাইজ্যাতলি মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বারুদ গোলা মৌজার হেডম্যান কালাচাঁদ তনচংগ্যা।

Exit mobile version