parbattanews

কাপ্তাইয়ের পাহাড়ি পল্লীতে বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার

কাপ্তই প্রতিনিধি:

কাপ্তাইয়ে পাহাড়ি পল্লী হতে বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করে অবশেষে ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।

কাপ্তাই থানার সহকারী সাব ইন্সপেক্টর মো: রিয়াজুল হক দিপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াগ্গা ইউপি এলাকার পাগলী পাড়া নামক পাথর মনি তংচঙ্গার ঘর হতে ১৩ফুট দৈর্ঘ্য ১২কেজি ওজনের বিরল প্রজাতির এ সাপটি উদ্ধার করা হয়। পরে কাপ্তাই নির্বাহী অফিসার আশ্রাফ আহমদের নির্দেশক্রমে উদ্ধারকৃত সাপটি কাপ্তাই শীতারঘাট নামক ন্যাশনাল পার্কে মঙ্গলবার(৮ জানুয়ারি) বিকালে অবমুক্ত করা হয়।

এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য বাবুল, স্থানীয় লোকাজন ও পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

Exit mobile version