parbattanews

কাপ্তাইয়ের রাইখালীতে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ আটক ১

র‌্যাবের অভিযানে মদসহ আটক জসিম উদ্দিন

কাপ্তাইয়ের রাইখালী মাঝিপাড়ায় র‌্যাব-৭ মদ কারখানায় অভিযান চালিয়ে বুধবার (৩১ জুলাই) বেলা ১২টায় মোঃ জসিম উদ্দিনকে (৪০) ১৬০ লিটার চোলাই পাহাড়ি মদসহ আটক করা হয়। চন্দ্রঘোনা থানা সুত্রে জানা যায়, চট্রগ্রাম র‌্যাব-৭ গোপন সুত্রে খবর পেয়ে রাইখালী মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে জসিম উদ্দিনকে আটক করা হয়।

অভিযান চালিয়ে ৮টি তেলের গ্যালনে ২০ লিটার করে ১৬০ লিটার পাহাড়ি চোলাই মদসহ আটক করা হয়। জানা যায়, প্রতিদিন এ ধরনের অভিনব কায়দায় চটগ্রামসহ বিভিন্ন এলাকায় মদ সরবরাহ করে আসছে। এলাকার লোকজন জানান, আটক ব্যাক্তি একজন রিকশা চালক। তিনমাস যাবৎ রিকশা চালানোর পেশা ছেড়ে দিয়ে পাহাড়ি চোলাই মদ ব্যবসায় জড়িয়ে পড়ে।

আটক ব্যাক্তিকে চন্দ্রঘানা থানায় সোপর্দ করা হয়। চন্দ্রঘানা থানার ওসি আশ্রাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ব্যাক্তির বিরুদ্বে মামলার প্রস্ততি চলছে।

Exit mobile version