parbattanews

কাপ্তাইয়ের শিলছড়ি বৌদ্ধবিহার মাঠে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

কাপ্তাই শিলছড়ি উপজেলা তথ্য অফিসের আয়োজনে বৌদ্ব বিহার মাঠে স্বাস্থ্য বিধি মেনে উন্মুক্ত বৈঠক হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভিডিও কলের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরনের প্রচার-প্রচারণা করা হয়।

কাপ্তাই সহকার তথ্য অফিসার মো. হারুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন, স্থানীয় কার্বারী উত্তম মারমা, শিলছড়ি বাজার চৌধুরী ছিদ্দিক আহম্মদ ।

বৈঠকে প্রধান অতিথি বলেন, একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা সবগুলো হল প্রধানমন্ত্রীর এক একটি ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক শুকলা বনিক।

Exit mobile version