parbattanews

কাপ্তাইয়ের ১৮ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও সমাবেশ

BSPI-3-9-16 copy

কাপ্তাই প্রতিনিধি:

সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলার ১৩ টি স্কুল, ২ টি মাদ্রাসা, ২টি কলেজ ও একটি পলিটেকনিকে একযোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি, সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হছে। শনিবার এসব র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকালে কাপ্তাই সুইডেন  পলিটেকনি ইনস্টিটিউট ২ হাজার শিক্ষার্থী নিয়ে বিশাল এক ‌র‌্যালি বের করে। এরপর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ পাটওয়ারীর সভাপতিত্বে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে কাপ্তাই উচ্চ বিদ্যালয়েও সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক এক মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌ. আবদুল লতিফ। তাছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অভিভাবক কমিটির সদস্য কাজী মাকসুদুর রহমান বাবুল, শাহজামাল, আনোয়ার হোসেন, সাংবাদিক কবির হোসেন, সহকারী হেডমাষ্টার মাহাবুব আলম, সিনিয়র শিক্ষক হারুন উর রশিদ, এবিএম  সিরাজুল ইসলামসহ প্রমূখ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও  শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

এছড়াও উপজেলার অন্যান্য স্কুল ও কলেজ প্রতিষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান এবং ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে একযোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মতবিনিময় পালন করা হয়।

Exit mobile version