parbattanews

কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙামাটির কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র চৌধুরীছড়া নীচের বাজারে অগ্নিকাণ্ডে একটি দোকান ও দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৮ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কাপ্তাই ৪ নম্বর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরীছড়া নীচ বাজার মসজিদের ইমাম ও ব্যবসায়ী হাফেজ শাহাবুদ্দীনের দোকানের মালামাল, ফ্রিজ, আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় দোকানের পাশে মো. শাহজাহান ও আবুল কালাম মুন্সির দু’টি ঘর ও মাছ ধরার ৫০ হাজার মিটার জাল আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে ৪ লাখর টাকা মতে বলে জানা যায়।

কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ভোর সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

Exit mobile version