parbattanews

কাপ্তাইয়ে অতিরিক্ত বাঁশ বোঝাই ট্রাক, মানা হচ্ছে না নিয়ম-নীতি

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা থেকে কিছু বাঁশ ব্যবসায়ী সরকারি আইনকে অমান্য করে মুনাফা লাভের আশায় নিয়ম-নীতির বাহিরে ট্রাকে অতিরিক্ত বাঁশ পরিবহণ করার অভিযোগ উঠেছে।

ফলে ট্রাক মালিক, চালকগণ প্রতিনিয়ত দিচ্ছে জরিমানা।

রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাত হোসেন অভিযোগ করেন, কিছু বাঁশ ব্যবসায়ী মুনাফা লাভের আশায় গাড়ীর উচ্চতার বাইরে বাঁশ পরিবহন করছে।

এতে করে গাড়ির উপরের বাঁশের সাথে বৈদ্যুৎতিক তারের ছিড়ে যাচ্ছে।

এছাড়াও গাড়িতে অতিরিক্ত লোডের কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখিন হচ্ছে। নিয়মের বাহিরে বাঁশ পরিবহন করায় ব্যবসায়ী কোন ক্ষতি দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বাঁশ পরিবহণ করলে সরকারি নিয়ম অনুযায়ী ট্রাকের ওপর ২৫ ফুটের বেশি  ব্যবহার করতে পাড়বে না নিয়ম থাকলেও বাঁশ ব্যবসায়ীরা নিয়ম-নীতি না মেনে অতিরিক্ত বাঁশ বহণ করছে।

এ ব্যাপারে ৪১ বিজিবি কাপ্তাই সড়কে মালবাহী পরিবহনে বিভিন্ন নিয়ম-নীতি নোটিশ বোর্ডে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ের সভাপতি এ ব্যাপারে প্রতিকার চেয়ে কাপ্তাই ৪১ বিজিবি অধিনায়ক বরাবরে একটি লিখিত আবেদন করেছেন বলেও উল্লেখ করেন।

Exit mobile version