parbattanews

কাপ্তাইয়ে অবৈধ কাঠ উদ্ধার করলো নিরাপত্তাবাহিনী

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় কাপ্তাই সেনা জোনের একটি টহল দল চোরাচালান দমন অভিযান পরিচালনা করে বিমাছরি নামক স্থান দিয়ে সড়ক পথে অবৈধভাবে পাচার করার সময় বিভিন্ন ধরনের আনুমানিক ২৫০ ঘনফুট অবৈধ কাঠ আটক করেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটে এ সব অবৈধ কাঠ আটক করা হয়। আটককৃত কাঠের আনুমানিক মূল্য ৪,২০,০০০ টাকা।

এ সময়ে কোন চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃত কাঠ রাজস্থলি রেঞ্জ, রাঙ্গামাটি বন বিভাগে জমা করা হয়েছে। অবৈধ কাঠ কাটা ও পাচার রুখতে না পারলে পাহাড় তার প্রাকৃতিক সৌন্দর্য্য হারাবে এবং পরিবেশ হবে মারাত্মক হুমকির সম্মুখীন। তাই, প্রাকৃতিক সৌন্দর্যের এই সবুজ ঘেরা পাহাড়কে বাঁচাতে অবৈধ কাঠ পাচার রোধে সকলকে এগিয়ে আসতে হবে।

স্বার্থান্বেষী চোরাকারবারী মহলের এহেন অনৈতিক কার্যকলাপ বন্ধের জন্য নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।

Exit mobile version