parbattanews

কাপ্তাইয়ে অবৈধ কারেন্ট জাল রাখা ও বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কাপ্তাই জেটিঘাট বাজারে অবৈধ কারেন্ট জাল রাখা ও বিক্রয়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ মার্চ) বিকাল সাড়ে তিনটা হতে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে দুটি দোকানে তল্লাশি করে মোট ১৪৮টি (৪৬হাজার মিটার) অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। দোকান মালিককে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মোতাবেক দুটি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জালগুলি বাজারের উন্মুক্ত স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

Exit mobile version