parbattanews

কাপ্তাইয়ে অস্ত্রসহ জেএসএস’র দুই কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) দুই সশস্ত্র কর্মীকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৫অক্টোবর) ভোরে উপজেলার  দূর্গম ওয়াগ্যা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- কাপ্তাই উপজেলার ওয়াগ্য্যা ইউনিয়নের দেবতাছড়ি এলাকার দূর্গা চন্দ্র তঞ্চঙ্গ্যার ছেলে রাত চন্দ্র তঞ্চঙ্গ্যা (৪০) এবং  দেবী চরণ তঞ্চঙ্গ্যার ছেলে খোকন চন্দ্র তঞ্চঙ্গ্যা (৩০)। আটককৃতরা উভয়ই সন্তু গ্রুপের নেতৃত্বাধীন পিসিজেএসএস’র সক্রিয় সশস্ত্র কর্মী।

যৌথবাহিনী সূত্রে জানানো হয়- ওয়াগ্যা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পিসিজেএসএস’র দুই সশস্ত্র কর্মী তাদের বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রাইফেল-২২ নামের একটি অস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মুহাম্মদ নূর  জানান- আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে। পরে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের এ কর্মকর্তা যোগ করেন।

Exit mobile version