parbattanews

কাপ্তাইয়ে ‘আইকন-১৬’ মেধা যাচাই পরীক্ষা: কে হবে বিজয়ী?

ICOI copy

কাপ্তাই প্রতিনিধি:

‘দ্যা রয়েলর্স  ক্লাব’ চটগ্রাম কর্তৃক সৃজনশীল আইকন-১৬, খোঁজে মেধা যাচাই পরীক্ষা কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শুক্রবারের এ মেধা যাচাই পরীক্ষায় কাপ্তাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের প্রথম শ্রেণী  হতে দশম শ্রেণীর মোট ৪শ ৭০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

কাপ্তাইয়ে এ প্রথম ব্যাতিক্রমধর্মী মেধা যাচাই পরীক্ষা নেওয়া হয়। সুষ্ট ও শৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করার নিমিত্তে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মেধা যাচাই  পরীক্ষা কেন্দ্র সার্বক্ষণিক পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান  প্রকৌশলী আবদুল লতিফ, সৃজশীল আইকন-২০১৬ ব্যস্থাপনা পরিচালক মিজানুর রহমান মানিক, কাপ্তাই পরিচালক একে আকাশ, কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কবির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাজী মাকসুদুর রহমান বাবুল, জামাল, ছাত্রনেতা নুরু উদ্দিন সুমন প্রমূখ।

এছাড়াও বিভিন্ন স্কুল ও বিদ্যালয়ের প্রধান, সহকারী শিক্ষক ও আইকন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আইকন পরিচালনার পক্ষ হতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রাথমিক অবস্থায় শান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

Exit mobile version