parbattanews

কাপ্তাইয়ে আইডিইবির ৪৭তম গণপ্রকৌশল দিবস পালন

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই সাংগঠনিক জেলা ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়েছে।

বুধবার(৮ নভেস্বর) সকাল ১০টায় কাপ্তাই সাংগঠনিক জেলা ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি’)র সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সকল আইডিইবির সদস্য ও পলিটেকনিক ইনস্টিটিইটের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইনস্টিটিউট চত্বর থেকে জেটিঘাট এলাকা সড়ক পর্যন্ত এক বনার্ঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

‌র‌্যালি উদ্বোধন করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আষোতশ নাথ।

গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে সকল সদস্য সাদা টুপি ও গেঞ্জি পড়ে দিবসটি পালন করে। পরে এক আলোচনা সভা ৪নং ইউপি পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন আইডিইবি সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল হক, সহ-সভাপতি সুজিত কুমার বিশ্বাস, উপদেষ্টা প্রকৌশলী মোস্তাক আহমেদ, প্রকৌশলী তপন মল্লিক(ডিএম-২), প্রকৌশলী রনজিত কুমার রায়(ডিএম-১), প্রকৌশলী বিমল দাশ, প্রকৌশলী খোরশেদ আলমসহ প্রমুখ।

এসময় সকল আইডিইবি’র সদস্যগণ উপস্থিত ছিলেন। দিবসটিতে বক্তারা বলেন, প্রতিটি জেলায় এবং উপজেলায় যে কোন কমিউটিতে একজন করে আইডিইবি সদস্য রাখার আহ্বান জানানো হয়।

Exit mobile version