parbattanews

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী ও রোকেয়া দিবসে পাঁচ নারীকে সংবর্ধনা

woman-day-copy

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০১৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও মানববন্ধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার কাপ্তাই উপজেলার বড়ইছড়িতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারে  কাপ্তাই উপজেলায় বিভিন্ন অবদানের জন্য ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ কর্মসূচীর আওতায় শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বিভিন্ন অবদানের জন্য পাঁচ জন জয়ীতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে খালেদা আক্তার, সফল জননী খোদেজা বেগম, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করার অর্জনকারী রহিমা বেগম, সমাজ উন্নয়নে রুবি চৌধুরী ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী এ সাই মে মারমাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান, তথ্য অফিসার মোঃ হারুন, বাজার অনুসন্ধান কর্মকর্তা মোস্তাক আহমেদ, ইউ আর সি ইন্সট্রাক্টর ওমা চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা জলী দাশ, সাংবাদিক কবির হোসেন, ইউপি চেয়ারম্যান খ্যাইসাঅং মারমা প্রমূখ।

পরে উপজেলা সদরে শিক্ষার্থীদের নিয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Exit mobile version