parbattanews

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও সভা

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী

আন্তর্জাতিক নারী দিবস-২০উপলক্ষে কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে রোববার (৮মার্চ) সকাল ১০টায় এক র‌্যালী ও আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলোঃ ‘প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার’। দিবসটি উপলক্ষে উপজেলা হল রুমে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছান চৌধুরী ।

উদ্বোধনী বক্তব্য রাখেন, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল এর কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।

এছাড়া আরো বক্তব্য রাখেন, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ নাদির আহমেদ,পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ ও কাপ্তাই প্রেসক্লারেব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন নারীরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে গেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আরো একধাপ এগিয়ে যাবে। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি সংস্থা অংশগ্রহন করে।

Exit mobile version