parbattanews

কাপ্তাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনসহ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে।

এছাড়াও সকালে উপজেলার সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, আয়োজন করা হয় প্রভাতফেরী ও আলোচনা সভার।

উপজেলার তথ্য অফিসের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইফা মডেল অফিসে শহীদের স্বরণে দোয়া, মুনাজাত ও আলোচনা করা হয়।

অন্য দিকে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের  আয়োজনে রাত ১২ টা ১ মিনেটে বড়ইছড়ি কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, সকালে আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রম সম্পাদক মো. হানিফ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক থোয়াইচিং মং মারমা, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীসহ উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Exit mobile version