parbattanews

কাপ্তাইয়ে আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করলেন দীপংকর তালুকদার এমপি

রাঙামাটির কাপ্তাইয়ে ৩টি আশ্রয়কেন্দ্রে ৪৭৪ জনের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেছে খাদ্য মন্ত্রণালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এবং ওয়াগ্গা ইউনিয়ন আশ্রয়কেন্দ্রে অতিবর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার জসিম উদ্দিন (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন সহ কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দীপংকর তালুকদার এমপি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে পরিদর্শন করেন এবং কাপ্তাই হ্রদে কচুরিপানার কারণে সৃষ্ট মানুষের চলমান সমস্যা পর্যবেক্ষণ করেন। পরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের অফিস কক্ষে কচুরিপানা কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। এসময় ৫৬ ইবি, কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্নেল মো. নূর উল্লাহ জুয়েল, পিএসসি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ.টি.এম আব্দুজ্জাহের, কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

Exit mobile version