parbattanews

কাপ্তাইয়ে ইউপি নির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কাপ্তাইয়ে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য  ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭নভেম্বর) সকাল ৯ টায় কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে বাংলাদেশ নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস কাপ্তাইয়ের আয়োজনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ২৭ জন প্রিজাইডিং অফিসার, ৯৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১৮৮ জন পোলিং অফিসার এবং রিজার্ভ হিসেবে ০২ জন প্রিজাইডিং অফিসার, ০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ০৮ জন পোলিং অফিসার সহ সর্বমোট ৩২৫ জন উপজেলাধীন বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রাঙামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার, বিলাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা নির্বাচন অফিসার সালমা নাজনীন, রাজস্থলী উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া, রিটার্নিং অফিসার ও পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজলে রাব্বী মজুমদার।

Exit mobile version