parbattanews

কাপ্তাইয়ে ঈদ বোনাসের নামে অতিরিক্ত ভাড়া আদায়

রাঙামাটির কাপ্তাই সড়কে ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ উঠছে। ঈদের দিন হতে অটোরিকশাসহ বিভিন্ন যানবহনে যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় করছে চালকরা। এমন চিত্র দেখা যায় কাপ্তাই- চন্দ্রঘোনা সড়কে।

চন্দ্রঘোনা হতে অটোরিকশা যোগে কাপ্তাই আসা যাত্রী আ. খালেক, সবুর ও শেফালী জানান, ৩৫ টাকার ভাড়ার স্থলে ৫০ থেকে ৬০ টাকা নেয়া হচ্ছে। একটু সন্ধ্যা বা রাত হলে আরও দ্বিগুণ নেয়ার অভিযোগ করেন তারা। এদিকে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রতিবাদ করা হলে যাত্রী হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

কাপ্তাই হতে চন্দ্রঘোনা যাওয়ার সময় যাত্রী ইকবাল, সুমন মারমা ও আলম বলেন, আমাদের নিকট হতে চালক অতিরিক্ত ভাড়া নিয়েছে। যাত্রীরা প্রতিবাদ করলে চালক বলে উঠেন না, ভাড়া কম হবে না। আপনেরা অন্য গাড়ি দেখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালক জানান, ঈদ উপলক্ষে সামান্য কিছু টাকা বেশি (বোনাস) নেয়া হচ্ছে। এটাকে অতিরিক্ত ভাড়া বলা ভুল হবে।

এ বিষয়ে কাপ্তাইয়ের ট্রাফিক পরিদর্শকে কয়েবার ফোন করে করা হলেও তার ফোন বন্ধ ছিল, ফলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Exit mobile version