parbattanews

কাপ্তাইয়ে উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন আ’লীগের প্রার্থী

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক। এ পদে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কাপ্তাই সহকারী রিটানিং অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের কাছে চেয়ারম্যান পদে মফিজুল হক ছাড়া অন্য কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি। এসময় ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি শ্রম সম্পাদক মো. হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান চিরনজীত তংচঙ্গ্যা, উপজেলা শ্রম সম্পাদক আবুল কাশেম, আকতার হোসেন মিলন, বিপ্লব মারমা, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াছ মিয়া, সম্পাদক কামরুল ইসলাম, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাগর চক্রবর্ত্তী, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউছুপ তালুকদার, ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, সম্পাদক এ আর লিমন, যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, সম্পাদক তানভীর ছিদ্দিকীসহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি অংহ্লাচিং মারমা, মো. আলম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, উপজেলা মহিলা লীগের সভাপতি মনোয়ার জাহান, ফারজানা আহমেদ পপি, উমেচিং মারমা।

Exit mobile version