parbattanews

কাপ্তাইয়ে উপজেলা পরিষদের করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা পরিষদের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় করোনা মোকাবেলায় ইউনিয়ন পরিষদ, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠা সমূহের মধ্যে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১.৩০ মিনিটে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার এর হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন।

এইসময় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হোসেন চৌধুরী , চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথোয়াই মারমা, রাইখালী ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিচ, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা উপস্থিত ছিলেন।

সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, কন্টাক্টলেস, ইনফ্রারেড থার্মোমিটার এবং হাত ধোয়ার সাবান।

Exit mobile version