parbattanews

কাপ্তাইয়ে উৎপাদনকারী ক্রেতা ও সরবরাহকারীদের কর্মশালা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ের ওয়াগ্গাছাড়া ইউপি মিলনায়তনে উৎপাদনকারী, ক্রেতা ও সরবরাহকারীদের স্থাপন সমন্বয় সাধনের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবিবার স্পীড প্রকল্প, গ্রীন হিলের উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ওয়াগ্গাছাড়া ইউপি মিলনায়তনে দিন ব্যাপী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসিদের নিয়ে উৎপাদনকারী, ক্রেতা ও সরবরাহকারীদের স্থাপন সমন্বয় সাধনের এক প্রশিক্ষণ সভা কাপ্তাই গ্রীন হিল উপজেলা প্রকল্প কর্মকর্তা দীপেন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মশালায় দুর্গম এলাকা হতে বেসরকারি ৬টি বিদ্যালয়ের সভাপতি, মা’দল এর সাথে জড়িত বিভিন্ন কৃষক অংশ গ্রহণ করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা গুলশানআরা বেগম।
গুলশানআরা বলেন, আপনাদের শিশুদের কর্মমুখী না করে শিক্ষামুখী করান। শিশুদের আদর্শ শিক্ষা দিতে হবে। কারণ তারা্ই আগামীতে একটি সুন্দর জাতি, দেশ ও সমাজ গঠন করবে।
অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে উন্নয়ন মুখী বক্তব্য রাখেন উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা খুরশিদ আলম, প্রাণী সম্পদ প্রতিনিধি শিবু চাকমা, সিএমসি সভাপতি ও ইউপি সদস্য সুজয় বিকাশ চাকমা, সাংবাদিক কবির হোসেন ও গ্রীন হিল প্রকল্প কর্মকর্তা কৃষন্নময় তংচঙ্গ্যাসহ আরো অনেকে।

Exit mobile version